• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১০-২০২৩, সময়ঃ দুপুর ০২:০৯

সৈয়দপুরে ৪ দিন ধরে নিখোঁজ কিশোর স্বর্ণ কারিগর আপন



সৈয়দপুর প্রতিনিধি  নীলফামারীর সৈয়দপুরে চার দিন ধরে আপন ইসলাম (১৩) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। সে উপজেলার মুন্সিপাড়া এলাকার হাবিব জুয়েলার্সের স্বর্ণের কারিগর।  নিখোঁজ আপন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের পশ্চিম দোয়ালীপাড়া গ্রামের মোহাম্মদ তছলিম ও মাছুদা বেগম দম্পতির সন্তান।  জানা গেছে, গত ৯ অক্টোবর হাবিব জুয়েলার্সের দোকান থেকে সকালে বের হয়ে নিখোঁজ হয় আপন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।  এই ঘটনায় ১১ অক্টোবর রাতে সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আপনের বাবা। চার দিনেও খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় কাতর হয়ে পড়েছে পুরো পরিবার। সেই সাথে আতঙ্কিতও তারা।  সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, নিখোঁজ কিশোরের সন্ধানে তৎপরতা অব্যাহত আছে। দ্রুততম সময়ে পুলিশ সফল হবে বলে আমরা আশাবাদী।